শেখ হাসিনা জির শক্তি ও লড়াই আমার জন্য এক মহান অনুপ্রেরণা - প্রিয়াঙ্কা গান্ধী

পোস্টকার্ড ডেস্ক ।।

শেখ হাসিনা জির শক্তি ও লড়াই আমার জন্য এক মহান অনুপ্রেরণা -  প্রিয়াঙ্কা গান্ধী
শেখ হাসিনা জির শক্তি ও লড়াই আমার জন্য এক মহান অনুপ্রেরণা - প্রিয়াঙ্কা গান্ধী

প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, শেখ হাসিনা জির শক্তি ও লড়াই আমার জন্য এক মহান অনুপ্রেরণা।রোববার দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর ভারতের জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক টুইটার বার্তায় এ কথা বলেন। প্রিয়াঙ্কা ছাড়াও নয়াদিল্লির হোটেল তাজমহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের জাতীয় কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা মনমোহন সিং। বাংলানিউজের।
শেখ হাসিনাকে নিয়ে প্রিয়াঙ্কার টুইট : হোটেল কক্ষে ঢুকতে না ঢুকতেই প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে বুকে জড়িয়ে ধরলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশে দাঁড়িয়ে সেই ভালোবাসা ও আন্তরিকতা প্রত্যক্ষ করলেন প্রিয়াঙ্কার মা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেসের নেতা আনন্দ শর্মা।
গতকাল রোববার ভারতের রাজধানী নয়াদিল্লিতে এই সাক্ষাৎকারের পর প্রিয়াঙ্কা সেই ছবি দিয়ে টুইট করেছেন। প্রিয়াঙ্কা টুইটে লিখেছেন, ‘শেখ হাসিনাজির এই আলিঙ্গনের জন্য অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম। ব্যক্তিগত ক্ষতি, দুঃখ-কষ্ট, দুর্দশা ও যন্ত্রণা ছাপিয়ে সাহসের সঙ্গে তাঁর লড়াই আমার জন্য চিরকালীন গভীর অনুপ্রেরণা হয়ে আছে এবং থাকবে।’
দেশে ফিরলেন প্রধানমন্ত্রী: এদিকে ভারতে দ্বিপাক্ষিক সফর ও বিশ্ব অর্থনৈতিক ফোরামের ইন্ডিয়া ইকোনমিক সামিটে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার রাত ১০টা ৩৫ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এসময় তাকে স্বাগত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক প্রমুখ। এর আগে, স্থানীয় সময় রাত ৮টার পর নয়াদিল্লি পালাম বিমান বাহিনী স্টেশন থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন প্রধানমন্ত্রী।