রিক্সা চলাচল বন্ধ সীতাকুন্ড বাজারে, যাত্রীদের দূর্ভোগ চরমে

সীতাকুন্ড প্রতিনিধি ।।

রিক্সা চলাচল বন্ধ সীতাকুন্ড বাজারে, যাত্রীদের দূর্ভোগ চরমে
রিক্সা চলাচল বন্ধ সীতাকুন্ড বাজারে, যাত্রীদের দূর্ভোগ চরমে

চট্টগ্রামের সীতাকুন্ড বাজারে রিক্সা চলাচল বন্ধ থাকার কারণে যাত্রীদের দূর্ভোগ চরমে পৌঁছেছে । পৌর সদরে বাসা বাড়ি, হাসপাতালে জরুরী প্রয়োজনে মানুষ  রিক্সা দিয়ে  যাতায়াত করতো গত একমাস রিক্সা চলাচলে ট্রাফিক পুলিশে বাধা প্রদান করছে। রিক্সা দ্রুত গতিতে যাতায়াত করে , দূর্ঘটনা  ঘটে এ কারনে রিক্সা বন্ধ করে দিয়েছেন।  ট্রাফিক পুলিশের টহল  জোরদার করা হয়েছে ।
আগষ্ট ২০১৫ সালে মহাসড়কে সি এন জি অটো রিক্সা বন্ধ করে দেওয়া হয়।  মামলা দেওয়ার প্রয়োজন পড়ে । বাজারের ষ্টেন্ড থেকে সি এন জি ধরে মামলা দায়ের করে সি এন জি নিয়ে যায়।  এক্ষেত্রে যাত্রীর উপর চরম দূর্ভোগ নেমে আসে।
রিক্সা চলাচল বন্ধ করার কারনে বাজারে যাতায়াতে সাধারণ মানুষ দূর্ভোগে পড়েছে , হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার সময় দূর্ভোগে পড়তে হচ্ছে। রিক্সা যাতায়াত কারীরা  পুলিশের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। বিকল্প সৃষ্টি না করে রিক্সা বন্ধ করায় হাজার হাজার মানুষের অসুবিধা সৃষ্টি হয়েছে, শত শত মানুষের কাজ  কর্ম থেকে বঞ্চিত করেছে,পরিবার পরিজন নিয়ে দূভোর্গে পড়েছে।

অনতি বিলম্বে রিক্সা চলাচলের অনুমতি দানের আহবান জানান রিক্সা  সংশ্লিষ্ট মালিক চালক সমিতি । অটোরিক্সা বন্ধ হওয়ার পর  পেঢেল রিক্সার দ্বিগুন টাকা দিয়ে ও পাওয়া যায় না। তাছাড়া দুইজন এক সাথে যাতায়াত করা যায় না । অটো রিক্সার চলাচল করার কারনে পেঢেল রিক্সা বন্ধ হয়ে যায় এখন হটাৎ করে অটোরিক্সা বন্ধ করাতে শারীরের শক্তিদিয়ে চলাচল কারী রিক্সা  পাওয়া যায় না । দ্রুত অটোরিক্সা চলাচলের অনুমতি দানের জন্য যাত্রীকল্যাণ সমিতির  নেতারা দাবি জানান।