মাইক্রোসফটের সিইও নাগরিকত্ব আইন নিয়ে মর্মাহত

মাইক্রোসফটের সিইও নাগরিকত্ব আইন নিয়ে মর্মাহত
নাগরিকত্ব আইন নিয়ে মর্মাহত মাইক্রোসফটের সিইও ছবি: সংগৃহীত।

অনলাইন ডেস্ক ।।

ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যেভাবে বিক্ষোভ-আন্দোলন চলছে তা দেখে অত্যন্ত মর্মাহত হয়েছেন মাইক্রোসফটের প্রধান কার্যনির্বাহী সত্য নাদেলা। নাগরিকত্ব আইন নিয়ে পুরো ভারতে যা পরিস্থিতি চলছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মাইক্রোসফটের এই কর্মকর্তা। সোমবার নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই উদ্বেগ প্রকাশ করেন।

সংশোধিত নাগরিকত্ব আইন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে নাদেলা বলেন, আমার মনে হয় যা ঘটছে তা দুঃখজনক। এটা অত্যন্ত খারাপ। আমি এমন একজন বাংলাদেশী অভিবাসীকে দেখতে চাই, যিনি ভারতে এসে এ দেশে বসবাস করে সক্রিয় অবদান রাখবেন এবং ইনফোসিসের পরবর্তী সিইও হয়ে উঠবেন ।

ভারতে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দেশটির বিভিন্ন রাজ্যে তুমুল বিক্ষোভ হয়। এছাড়া প্রায় প্রতিনিয়ত এর বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এই আইনের বিক্ষোভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অনেকে।

এছাড়া এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ করায় দেশটির নিরাপত্তা বাহিনী শত শত মানুষকে গ্রেফতার করে।