বিশেষ কম্বিং অপারেশন সীতাকুণ্ডের সমুদ্র উপকূলে

বিশেষ কম্বিং অপারেশন সীতাকুণ্ডের সমুদ্র উপকূলে

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

অবৈধ জাল ও মৎসসম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল নির্মূলের লক্ষ্যে সীতাকুণ্ডের সমুদ্র উপকূলে সীতাকুণ্ড উপজেলা মৎস অধিদপ্তর ও কোস্ট গার্ড সীতাকুণ্ড এর বাস্তবায়নে বিশেষ কম্বিং অপারেশন ২০২১ এর দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

১০ জানুয়ারি সীতাকুণ্ডের কুমিরা থেকে সলিমপুর উপকূলীয় এলাকায় আনুষ্ঠানিকভাবে এ অপারেশন শুরু করা হয়। এতে মৎস অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় উপ পরিচালক এস এম মহিব উল্যাহ এর নেতৃত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য অফিসার ফারহানা লাভলী, সীতাকুণ্ড উপজেলা মৎস অফিসার শামীম আহমেদ। অভিযানে আরো ছিলেন সীতাকুণ্ড উপজেলা মৎস অধিদপ্তরের ক্ষেত্র সহকারী রুহুল আমিন, ইনোমেরেটরস নুর উদ্দিন।

অভিযানের প্রথম দিনে কুমিরা, সলিমপুর উপকূল থেকে ১৪টি অবৈধ বেহুন্দি জাল ও ৮টি অবৈধ চিংড়ি জাল, দ্বিতীয় দিনে মুরাদপুর উপকূল থেকে ৩ টি অবৈধ চিংড়ি জালসহ মোট ২৫ টি মৎসসম্পদ ধ্বংসকারী অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত সকল জাল অভিযান শেষে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা মৎস অফিসার শামীম আহমেদ বলেন মাছের ছোট ছোট যে রেণু তা আহরণ বন্ধ ও মৎসসম্পদ ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহার ঠেকাতে এ অভিযান। গত দুইদিনে ২৫ টি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।