বাংলাদেশের প্রথম স্বর্ণ পেল এসএ গেমসে

বাংলাদেশের প্রথম স্বর্ণ পেল এসএ গেমসে

পোস্টকার্ড ডেস্ক ।।

দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের ত্রয়োদশ আসর নেপালে চলছে । ব্রোঞ্জের পরপরই সুখবর এলো স্বর্ণের। হুমায়রা আক্তার অন্তরা'র নৈপুণ্যে ব্রোঞ্জ জেতার পর এবার স্বর্ণ জিতলেন বাংলাদেশের দিপু চাকমা।

আসরের দ্বিতীয় দিন সোমবার (০২ ডিসেম্বর) ব্রোঞ্জ পদক পেয়ে পদকের খাতা খুলেছিল বাংলাদেশ। কারাতে ইভেন্টে হুমায়রা আক্তার অন্তরা ব্রোঞ্জ জিতলে প্রথম পদকের দেখা পায় বাংলাদেশ। একই ইভেন্টে পুরুষ এককে ব্রোঞ্জ দিতেছিলেন হাসান খান সান। এবার  দিপু চাকমা’র স্বর্ণ জেতার মধ্য দিয়ে বাংলাদেশের জন্য অর্জনের ষোলোকলা পূর্ণ হলো।

ছেলেদের একক পুমসে ইভেন্টে সেরা হয়ে স্বর্ণ জেতেন রাঙামাটির ছেলে দিপু। ভারতের প্রতিযোগীকে হারিয়ে এই কীর্তি গড়েন তিনি।

উল্লেখ্য, টুর্নামেন্টে ২৬টি ডিসিপ্লিনের মধ্যে ২৫টিতে অংশ নিচ্ছে বাংলাদেশ।