প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা মোকাবিলায় ৫ শ' সদস্যের কমিটি গঠন

প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা মোকাবিলায় ৫ শ' সদস্যের কমিটি গঠন
প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা মোকাবিলায় ৫ শ' সদস্যের কমিটি গঠন

পোস্টকার্ড ডেস্ক ।।

সারা বিশ্ব করোনাভাইরাসে নাস্তানাবুদ । থামছে না মৃত্যুর মিছিল। বরং একের পর এক আক্রান্ত হয়ে চলেছে নতুন নতুন দেশ।

সারাদেশে যেনো করোনাভাইরাস মহামারি আকার ধারণ করতে না পারে, সেই সঙ্গে করোনার চলমান পরিস্থিতি মোকাবিলা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৫ শ' সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিটি সারাদেশের মানুষদের সচেতন ও এই ভাইরাস প্রতিরোধে কার্যকর দায়িত্ব পালন করবে। একই সঙ্গে আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্যও কমিটির পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে  তথ্যটি নিশ্চিত করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এছাড়াও করোনার বিষয়ে  করনিয় সম্পর্কে ২৫ মার্চ সমগ্র জাতির উদ্দেশ্যে ভাষন দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী কার্যালয়ের বিশেষ সূত্রে জানা যায়, সারাবিশ্বে চলমান করোনাভাইরাস সঙ্কট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৫ মার্চের ভাষণে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা থাকবে।