নতুন ইউনিফর্ম কাস্টমস ও ভ্যাট কর্মকর্তা-কর্মচারীদের

নতুন ইউনিফর্ম কাস্টমস ও ভ্যাট কর্মকর্তা-কর্মচারীদের

পোস্টকার্ড ডেস্ক ।।

বাংলাদেশ কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ‘সার্ভিস ইউনিফর্ম’ পরিধাণ শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মত। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সার্ভিস ইউনিফর্মের উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

রাজধানীর আইডিইবিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহারিচালক ড. সহিদুল ইসলামের নেতৃত্বে ইউনিফর্ম পরিহিত কাস্টমস ও ভ্যাট বিভাগের ১১৩ জন কর্মকর্তা-কর্মচারী প্যারেডে অংশ নেন। এসময় এনবিআর চেয়ারম্যান কুজকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, বাংলাদেশ কাস্টমস ও ভ্যাট পোশাক বিধিমালার আওতায় এই পোশাক বাধ্যতামূলক করা হয়েছে। এখন থেকে এই পোশাক পরিধান শুরু হলো, তবে আগামি ১ মার্চ থেকে কাস্টমস ও ভ্যাটের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এটি কার্যকর হবে। নতুন পোশাক বানানো একটু সময় সাপেক্ষ,তাই বাড়তি সময় দেওয়া হয়েছে। শিগগির এ বিষয়ে আদেশ ইস্যু করা হবে বলে তিনি জানান।

তিনি বলেন,আজ থেকে কাস্টমস ও ভ্যাট কর্মকর্তারা যে পোশাক পরিধান শুরু করলো, তার মর্যাদা আপনাদের রক্ষা করতে হবে। চোরাচালান রোধে সর্বত্র প্রহরীর মতো কাজ করতে হবে।

অনুষ্ঠানে এনবিআর সদস্য খন্দকার আমিনুর রহমান বলেন, চোরাচালান ও নিষিদ্ধ পণ্যের বিরুদ্ধে অভিযানের প্রধান ফোর্স হচ্ছে কাস্টমস। এ কাজ যদি অন্যান্য বাহিনী করে তাহলে কাস্টমস অকেজো হয়ে যাবে। অন্যান্য বাহিনী সহযোগি হিসাবে অভিযানে অংশ নিতে পারে।

কাস্টমস ও ভ্যাট বিভাগে কর্মরত সিপাহী,সাব-ইন্সপেক্টর,সহকারী রাজস্ব কর্মকর্তা,রাজস্ব কর্মকর্তা,সহকারী কমিশনার,ডেপুটি কমিশনার, যুগ্ম কমিশনার,অতিরিক্ত কমিশনার, কমিশনার ও সমপদমর্যাদার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা এই ইউনিফর্ম পরবেন।

নতুন ইউনিফর্মের রং হবে জলপাই রঙের শার্ট, গাঢ় জলপাই রঙের প্যান্ট। কমিশনার ও মহাপরিচালকের ক্ষেত্রে একটি শার্টে ‘সোনালি দ্বার’ এবং মধ্যবর্তী ফাঁকা অংশে তিনটি ‘গৌরব তারকা’ থাকবে। অতিরিক্ত কমিশনার ও অতিরিক্ত মহাপরিচালকের ক্ষেত্রে একটি ‘সোনালি দ্বার’ ও মধ্যবর্তী ফাঁকা অংশে দু’টি ‘গৌরব তারকা’, যুগ্ম কমিশনার ও যুগ্মপরিচালকের ক্ষেত্রে একটি ‘সোনালি দ্বার’ ও মধ্যবর্তী ফাঁকা অংশে একটি ‘গৌরব তারকা’, উপকমিশনার ও উপপরিচালকের ক্ষেত্রে একটি ‘সোনালি দ্বার’ থাকবে। সহকারী কমিশনার, সহকারী পরিচালকের ক্ষেত্রে তিনটি ‘গৌরব তারকা’, রাজস্ব কর্মকর্তার ক্ষেত্রে দু’টি ‘গৌরব তারকা’ এবং সহকারী রাজস্ব কর্মকর্তার ক্ষেত্রে একটি ‘গৌরব তারকা’ থাকবে।

সাব-ইন্সপেক্টর ও সিপাহীরা মাথায় গাঢ় জলপাই রঙের বেরেট ক্যাপ পরবেন, যার সামনে পৌনে দুই ইঞ্চি ব্যাসের দশমিক ১২৫ ইঞ্চি পুরুত্বের পিতলের চাকতির ওপর কাস্টমস ও ভ্যাট বিভাগের লোগো থাকবে।

কর্মকর্তাদের ইউনিফর্মে গর্জেট প্যাঁচ থাকবে,যা হবে সমুদ্র নীল ভিত্তির ওপর রুপালি জরির সুতা দিয়ে এমব্রয়ডারি করা। কমিশনার ও মহাপরিচালকের ক্ষেত্রে গর্জেট প্যাঁচে জলপাইপত্র সংবলিত বিপরীতমুখী লম্বালম্বি চারটি শাখা এবং অতিরিক্ত কমিশনার ও অতিরিক্ত মহাপরিচালকের ক্ষেত্রে জলপাইপত্র সংবলিত একটি শাখা থাকবে।

অন্যদিকে, নারী কর্মকর্তা ও কর্মচারীদের ইউনিফর্মের ক্ষেত্রে সম্মুখের দিকে চার পকেটবিশিষ্ট হালকা জলপাই রঙের মসৃন টিসি কাপড়ের হাফ হাতা বা ফুল হাতা লং শার্ট এবং গাঢ় জলপাই রঙের টিসি ড্রিল কাপড়ের তৈরি ট্রাউজার।