চবি ভর্তি পরীক্ষা: শাটল ও ডেমু ট্রেনের নতুন সময়সূচি , কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

চবি প্রতিনিধি ।।

চবি ভর্তি পরীক্ষা: শাটল ও ডেমু ট্রেনের নতুন সময়সূচি , কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ
চবি ভর্তি পরীক্ষা: শাটল ও ডেমু ট্রেনের নতুন সময়সূচি , কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসন্ন ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে শাটল ও ডেমু ট্রেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।  এরই অংশ হিসেবে রবিবার (২৭ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রতিদিন শহর ও বিশ্ববিদ্যালয় থেকে দুটি শাটল ট্রেন মোট ৯ বার করে ১৮ বার চলাচল করবে। এছাড়া একটি ডেমু ট্রেন ২ বার করে মোট ৪ বার চলবে।

বটতলী স্টেশন থেকে: নতুন সময়সূচি অনুযায়ী নগরীর বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অভিমুখে সকাল ৬টায়, সকাল ৬টা ৩০ মিনিটে, সকাল ৮টা ১৫ মিনিটে, সকাল ৮টা ৪৫ মিনিটে, সকাল ১১টা ৪০মিনিটে, দুপুর ১২ টায়, বিকেল ৩ টায়, বিকেল ৪টায় এবং রাত ৮টা ৩০ মিনিটে শাটল ট্রেন দুটি ছেড়ে যাবে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শহর অভিমুখে: একইভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শহর অভিমুখে সকাল ৭টা ৫ মিনিটে, সকাল ৭টা ৩৫ মিনিটে, সকাল ৯টা ২০ মিনিটে, সকাল ১০ টায়, দুপুর ১টায়, দুপুর ১টা ৩০ মিনিটে, বিকেল ৫ টায়, বিকেল ৫টা ৩০ মিনিটে এবং রাত ৯টা ৩০ মিনিটে শাটল দুটি চলাচল করবে। 

ডেমু ট্রেন: নগরীর বটতলী রেল স্টেশন থেকে ক্যাম্পাসের উদ্দেশে দুটি ডেমু ট্রেন সকাল ৯টা ১৫ মিনিটে ও দুপুর ১টা ৫০ মিনিটে ছেড়ে যাবে। একইভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ট্রেন দুটি সকাল ১০টা ৩০ মিনিটে ও বিকেল ৩টায় শহরের উদ্দেশ্যে ছেড়ে আসবে।

ভর্তি পরীক্ষাকে সামনে রেখে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে সামনে রেখে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্যের সভা কক্ষে বৃহস্পতিবার দুপুরে উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. শিরিন আখতার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব তথ্য জানান। তিনি বলেন, আমরা বাংলাদেশের সবচেয়ে বড় ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছি, আর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সামনে রেখে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম জেলা প্রশাসনের সঙ্গে মিটিং করেছি।

ভর্তি পরীক্ষা উপলক্ষে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গহণ করার কথা জানিয়ে উপাচার্য আরো বলেন, পুলিশ, র‌্যাব, বিএনসিসি, বিশ্ববিদ্যালয় নিরাপত্তা বাহিনীর পাশাপাশিসাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন থাকবেন। পরীক্ষা সফল করতে বিশ্ববিদ্যালয়সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন তিনি। এই বছর ভর্তি পরীক্ষার সময় আইনশৃঙ্খলা বাহিনীর ৭’শ সদস্য মোতায়েন থাকবে এবং পরীক্ষা চলাকালীন প্রক্সি বন্ধে আইসিটি সেলের এন্টি প্রক্সি টিমও কাজ করবে।

বিশ্ববিদ্যালয়ের ৪৮টি বিভাগ পাঁচটি ইনস্টিটিউটের ৪ হাজার ১৮৯টি সাধারণ ও ৭৩৭টি কোটা আসনের জন্য চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে কলা ও মানববিদ্যা অনুষদভিত্তিক ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর, সমাজবিজ্ঞান অনুষদভিত্তিক ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২৮ অক্টোবর, বিজ্ঞান অনুষদভিত্তিক ‘এ’ ইউনিটের পরীক্ষা ২৯ অক্টোবর এবং ব্যবসায় প্রশাসন অনুষদভিত্তিক ‘সি’ ইউনিটের পরীক্ষা হবে ৩০ অক্টোবর। এছাড়া উপ-ইউনিট ‘বি-১’ এবং ‘ডি-১’ ৩১ আক্টোবর অনুষ্ঠিত হবে।