চট্টগ্রামের কালো ভুনা ও মেজবানি আমার খুবই প্রিয়: সাকিব আল হাসান

এস. এম. আকাশ

চট্টগ্রামের কালো ভুনা ও মেজবানি আমার খুবই প্রিয়: সাকিব আল হাসান
চট্টগ্রামের কালো ভুনা ও মেজবানি আমার খুবই প্রিয়: সাকিব আল হাসান
সংবর্ধনা অনুষ্ঠানে এসে চট্টগ্রাম শহর নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন আমি এই শহরকে অনেক ভালবাসি, যতবারই এখানে এসেছি তত বার আমি অনুভব করেছি এ যেন আমার জেলা ও আমার শহর, এখানকার ভালবাসা এবং আততায়ীতায় আমি বরাবরই মুগ্ধ।
 
মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ক্রিকেট কমিটির উদ্যোগে দেওয়া সংবর্ধনায় সাকিব এসব কথা বলেন। এতে সাকিবের হাতে সম্মানসূচক ‘নগরচাবি’ তুলে দেন নগরপিতা আ জ ম নাছির উদ্দীন।
 
সাকিব চট্টগ্রামের বিখ্যাত মেজবানির প্রতি তাঁর ভালো লাগা জানিয়ে বলেন, আপনাদের শহরের মেজবানি খেতে আমি ভালোবাসি। বিশেষ করে কালো ভুনা আমার খুব প্রিয়। চট্টগ্রাম থেকে প্রায় আমার জন্য ঢাকায় এ মাংস পাঠান আলী আব্বাস ভাই।
 
এসময় আপ্লুত সাকিব বলেন, আমাকে সম্মান জানানোয় সিটি মেয়র নাছির আঙ্কেলসহ চট্টগ্রামবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি আগামীতে চট্টগ্রাম থেকে আরো অনেকেই ভালো খেলে এমন সম্মান অর্জন করবেন। আপনাদের এই সম্মাননা অন্যান্য জেলাকে উৎসাহিত ও খেলোড়ায়দের অনুপ্রাণিত করবে।
 
সংবর্ধনায় মেয়র নাছির বলেন, সাকিব বিশ্বকাপে যে অবদান রেখেছে, সেটা স্মরণীয় হয়ে থাকবে। ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং, ক্রিকেটের তিন বিভাগেই অনবদ্য পারফরমেন্স করেছেন সাকিব, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে সম্মানিত করে চট্টগ্রামবাসী সম্মানিত হয়েছে।এতে আরো বক্তব্য রাখেন সংবর্ধনা কমিটির আহ্বায়ক ও সিজেকেএস ক্রিকেট কমিটির সহসভাপতি আলী আব্বাস। তিনি এই আয়োজনের জন্য চসিক, সিজেকেএস ও গণমাধ্যমকর্মীদেরসহ চট্টগ্রামবাসীকে ধন্যবাদ জানান।
 
এসময় সাকিবকে সিজেকেএস ও চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। সংবর্ধনা শেষে বিভিন্ন একাডেমির খুদে ক্রিকেটাররা সাকিবকে প্রশ্ন করেন। তাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেন তিনি।
 
চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিজেকেএস সাধারণ সম্পাদক আলমগীর সিরাজ উদ্দীন