স্বপ্নরঙে ভরে রং তুলিতে কাগজের ক্যানভাস,কমিউনিটি পুলিশিং ডে'১৯ উপলক্ষে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

পোস্টকার্ড প্রতিবেদক ।।

স্বপ্নরঙে ভরে রং তুলিতে কাগজের ক্যানভাস,কমিউনিটি পুলিশিং ডে'১৯ উপলক্ষে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্বপ্নরঙে ভরে কাগজের ক্যানভাস , রং তুলিতে ফুটল স্বপ্নরং

শত শত নানা বয়সী শিশু। সারিবদ্ধ হয়ে বসেছে সবাই। তাদের সামনে কাগজ, রং আর তুলি। মনের মাঝে আছে স্বপ্নের নানা রং। সেই রং ফুটিয়ে তুলবে কাগজে। আঁকছে একাগ্র মনে। স্বপ্নরঙে ভরে কাগজের ক্যানভাস।
গতকাল শুক্রবার ছিল ছুটির দিন। ছুটির দিন সকালে জেলা শিল্পকলা একাডেমিতে বসেছিল রঙের মেলা। রঙে রঙে মিলে তা হলো স্বপ্নমেলা। কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে এই আয়োজন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলে অধ্যয়নরত প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন সিএমপি কমিশনার মাহাবুবর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক এবং সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী।
এছাড়া ছিলেন সিএমপি অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) এস এম মোস্তাক আহমেদ খান, উপ-পুলিশ কমিশনার (সদর) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (পিওএম) হারুন-উর-রশিদ হাযারী, উপ-পুলিশ কমিশনার (এমটি ও সরবরাহ) মোখলেছুর রহমান, উপ-পুলিশ কমিশনার (পিওএম-বন্দর) হাসান মো. শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মো. আমির জাফর প্রমুখ।
অহিদ সিরাজ চৌধুরী স্বপন জানান, বিভিন্ন স্কুলের ৪ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে তিন ক্যাটাগরিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। সুত্রঃআজাদী