কক্সবাজার সদর হাসপাতালে আগুন, নিহত ১

কক্সবাজার সদর হাসপাতালে আগুন, নিহত ১
কক্সবাজার সদর হাসপাতালে আগুন, নিহত ১

কক্সবাজার প্রতিনিধি।।

আগুন লেগেছে কক্সবাজার সদর হাসপাতালে নিচতলার একটি পরিত্যক্ত স্টোর রুমে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতি পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। এ সময় অক্সিজেনের অভাবে গোলবাহার বেগম (৭০) নামের এক মুমূর্ষু রোহিঙ্গা নারী রোগী মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আনা হয়েছিল হাসপাতালে। এ সময় ছোটাছুটি করতে গিয়ে আহত হয়েছেন অন্তত অর্ধশত মানুষ।

গোলবাহার বেগমের নাতি ফরিদ আলম জানান, আগুন ধরার খবরে হাসপাতালে থাকা রোগী ও স্বজনরা পালিয়ে যায়। এসময় গোলবাহার বেগমের মুখে অক্সিজেন ছিল। হাসপাতাল থেকে বের হওয়ার কারণে অক্সিজেন খুলে গেলে তিনি মারা যান।

এদিকে, হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনরা আগুন লাগার খবরে আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। অনেকেই চিকিৎসাধীন অবস্থাতেই ভয়ে হাসপাতাল ছেড়ে চলে গেছেন।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের দুটি পানিবাহী গাড়িসহ দুটি ইউনিট এবং রামু থেকে আরও একটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ করে।

তিনি জানান, হাসপাতালটিতে পানির উৎস না থাকায় আগুন নেভাতে শুরুতে সমস্যা হয়। এরপর দূরের একটি পুকুর থেকে প্রথমে পানি আনা হয়, পরে নিজেদের পানিবাহী গাড়ির সাহায্যে আগুন নেভাতে সক্ষম হয়েছেন তারা। তিনি জানান, তাদের পানিবাহী গাড়িগুলো ১১ হাজার ও ৬ হাজার লিটার পানি ধারণ করতে পারে, ফলে আর কোনও সমস্যা হয়নি।

এদিকে, আগুন লাগার খবরে সব রোগীদের হাসপাতালের বাইরে নিয়ে আসা হয়। এতে রোগীদের সীমাহীন দুর্ভোগে পড়তে হয়েছে। বিশেষ করে মুমূর্ষু রোগীরা অক্সিজেনের অভাবে দুর্ভোগে পড়েন। ঘণ্টাব্যাপী বিদ্যুৎ না থাকায় সংশ্লিষ্টদেরকেও কাজ করতে বেগ পোহাতে হয়। পরে রাত ৭টার দিকে বিদ্যুৎ আসলে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক হয়ে আসে।