আলহাজ্ব বদিউল আলম পুনরায় সীতাকুণ্ড পৌরসভার নৌকা মার্কার প্রার্থী

আলহাজ্ব বদিউল আলম পুনরায় সীতাকুণ্ড পৌরসভার নৌকা মার্কার প্রার্থী
আলহাজ্ব বদিউল আলম পুনরায় সীতাকুণ্ড পৌরসভার নৌকা মার্কার প্রার্থী

জাহেদুল আনোয়ার চৌধুরী, বিশেষ প্রতিবেদক, পোস্টকার্ড ।। 

চট্টগ্রাম জেলার একমাত্র পৌরসভা নির্বাচনে সীতাকুণ্ড পৌরসভার আওয়ামীলীগ দলীয় মেয়র পদে ফের নৌকার মাঝি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব  বদিউল আলম।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুইয়া বলেন,‘বাংলাদেশ আওয়ামীলীগ একটি বিশাল দল। এখানে দলের মনোনয়ন পেতে প্রার্থী বেশি থাকবে এটাই স্বাভাবিক। তবে দলের হাইকমান্ড বিচার বিশ্লেষণ করে পৌরসভা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ বদিউল আলমকে যোগ্য মনে করেন এবং ফের উনাকে আওয়ামীলীগ দলীয় নৌকার টিকিট দিয়েছেন। এখন আমরা যারা আওয়ামীলীগ করি সবার একটাই কাজ আওয়ামীলীগ দলীয় প্রার্থীকে দলমত নিবিশেষে বিজয়ী করে নিয়ে আসা।”

জানা যায়,এবার পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের একাধিক প্রার্থী মেয়র পদে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছেন। মেয়র প্রার্থীরা হলেন- বর্তমান মেয়র ও সীতাকুণ্ড পৌর আ.লীগের সভাপতি আলহাজ্ব বদিউল আলম, সীতাকুণ্ড আ.লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য গোলাম রব্বানী, সাবেক ছাত্রলীগ নেতা রোটারিয়ান ও সাপ্তাহিক চাঁটগার বাণী পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ ইউসুফ, পৌরসভার কাউন্সিলর মাইমুন উদ্দিন মামুন,কাউন্সিলর জুলফিকার আলী শামিম, উপজেলা যুবলীগের সভাপতি মো.শাহজাহান, পৌর যুবলীগের সভাপতি শাহ কামাল চৌধুরী,ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদ চৌধুরী ফারুক ও ভুইয়া সামি আল মুজতবাসহ ১৬জন প্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের কাছে প্রার্থীতা ঘোষনা করেন। দল যাচাই-বাচাই পরবর্তী ৯ জনের নাম প্রস্তাব পাঠান কেন্দ্রে। কেন্দ্র বিচার বিশ্লেষণ করে বর্তমান মেয়রকে পুনরায় নৌকার মাঝি হিসেবে টিকেট প্রদান করেন।
স্থানীয় পৌরবাসিরা জানান,“বর্তমান মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ বদিউল আলম দলের দায়িত্ব পালনের পাশাপাশি এলাকার উন্নয়নেরও কাজ গুরুত্ব সহকারে করেছেন। গত ৫ বছরে উনার বেশ কিছু কাজ অসমাপ্ত রয়েছে। আসলেই একটি পৌরসভার সার্বিক উন্নয়নের জন্য ৫বছর যথেষ্ট সময় নয়। পুনরায় দল তাকে নির্বাচিত করেছে,এখন বিজয়ী হলে অসম্পর্ন কাজগুলো সম্পন্ন করে সীতাকুণ্ড পৌরসভাকে স্বয়ং সম্পূর্ণ পৌরসভায় রূপান্তরিত করার চেষ্ঠা করবে। ইতিমধ্যে গত ৫ বছরে পৌর সভার মেয়রের দায়িত্ব নেয়ার পর হতে নির্বাচনী ইশতেহার অনুযায়ী দাতা সংস্থা এমজিএসপি, উন্নয়ন সহায়ক তহবিল এডিপি ও নগর অবকাঠামের উন্নয়ন আইইউআইডিপি‘র অধীনে প্রায় ৩২ কোটি টাকার কাজ সম্পন্ন করেন। কাজ গুলির মধ্যে বিভিন্ন ওয়ার্ডে কার্পেটিং ,আরসিসি ও ব্রীক সলিং দ্বারা সড়ক নির্মান, রিটেনিং ওয়াল, গাইড ওয়াল, ড্রেন নির্মান, স্ট্রিট লাইট স্থাপন ও সীতাকুণ্ড পৌর কমিউনিটি সেন্টার নির্মান অন্যতম। এছাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি হিসেবে জেলা ও থানা নেতা কর্মীদেরকে সাথে নিয়ে দলীয় সব কর্মকান্ড সুচারুভাবে পরিচালনা করেন। এইসব কাজ সম্পন্ন করতে স্ব-স্ব ওয়ার্ডের সভাপতি/সম্পাদক ও কর্মীবৃন্দের সহযোগীতা নিয়ে করেছেন। পৌরসভায় এখনো কিছু কিছু প্রকল্পের কাজ চলমান রয়েছে এবং কিছু কাজ সম্পন্ন হয়নি। অসম্পন্ন কাজ সম্পন্ন করা এবং পৌরসভাকে ডিজিটালাইজড করার লক্ষ্যে মুক্তিযোদ্ধা বদিউল আলমের বিকল্প নাই বলেও তারা উল্লেখ করেন।
উল্লেখ্য,১৯৯৮ সালে ১ এপ্রিল ২৮ বর্গমাইল আয়তনের সীতাকুণ্ড পৌরসভা গঠিত হয়। এ পৌরসভায় ভোটার রয়েছেন প্রায় ২৮ হাজারের মতো। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী ২৮ ডিসেম্বর সীতাকুণ্ড পৌরসভাসহ দেশের ২৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড পৌরসভার বর্তমান মেয়র ও আসন্ন পৌর নির্বাচনে আওয়ামীলীগ দলীয় একক প্রার্থী আলহাজ¦ বদিউল আলম বলেন,“আমার গত ৫ বছরের কাজকে দল মূল্যায়ন করেছে। আমিও দলের সুখে-দুখে ছিলাম,ভবিষ্যতেও থাকবো। পুনারায় দল আমাকে মনোনয়ন দিয়ে আরো বেশি বেশি পৌরবাসির সেবা করার সুযোগ করে দিয়েছে। আমাকে পুনরায় দলীয় টিকিট দেওয়ায় দলের কেন্দ্রীয়,স্থানীয় এমপি দিদারুল আলম,চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি এম.এ সালাম,সাধারণ সম্পাদক আতাউর রহমান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুইয়া,সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস.এম আল মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞ।