অস্কার মনোনয়নে বাজিমাত যেসব ছবি

অস্কার মনোনয়নে বাজিমাত যেসব ছবি
অস্কার মনোনয়নে বাজিমাত যেসব ছবি

বিনোদন ডেস্ক ।।

একাডেমি অ্যাওয়ার্ড অস্কার বিশ্ব চলচ্চিত্রে মর্যাদা সম্পন্ন পুরস্কার । তারকাদের জন্য অনন্য সম্মানের এই খেতাবটি বিশেষ গুরুত্বপূর্ণ। এ বছরের একাডেমি অ্যাওয়ার্ডের পর্দা উঠবে ৯ ফেব্রুয়ারি।

এর আগেই প্রকাশ হলো অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের ৯২তম আসরের চূড়ান্ত মনোনয়ন তালিকা। এবারও সেরা ছবি, সেরা চলচ্চিত্র নির্মাতা, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার প্রদান করবে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। এবার জোকার সিনেমার জয় জয়াকার। ১১টি মনোনয়ন পেয়ে এগিয়ে আছে সিনেমাটি।

এক নজরে ৯২তম অস্কারের মনোনয়ন তালিকা

সেরা চলচ্চিত্র: নাইনটিন সেভেনটিন, দ্য আইরিশম্যান, জোকার, ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড, প্যারাসাইট, ম্যারিজ স্টোরি, লিটেল ওমেন, ফোর্ড ভি ফেরারি ও জোজো র্যাবিট।

সেরা অভিনেত্রী: সিনথিয়া ইরিভো (হ্যারিয়েট), স্কারলেট জোহানসন (ম্যারেজ স্টোরি), সার্শা রোনান (লিটল ওমেন), শার্লিজ থেরন (বোম্বশেল), রেনে জেলওয়েগার (জুডি)।

সেরা অভিনেতা: লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড), অ্যাডাম ড্রাইভার (ম্যারেজ স্টোরি), অ্যান্টোনিও বেন্ডেরাস (পেইন অ্যান্ড গ্লোরি), ওয়াকিন ফিনিক্স (জোকার), জোনাথন প্রাইস (দ্য টু পোপস)।

সেরা পার্শ্ব-অভিনেত্রী: লরা ডার্ন (ম্যারেজ স্টোরি), স্কারলেট জোহানসন (জোজো র্যা বিট), ফ্লোরেন্স পিউ (লিটল ওমেন), মার্গট রবি (বোম্বশেল), কেথি বেটস (রিচার্ড জুয়েল)।

সেরা পার্শ্ব-অভিনেতা: টম হ্যাঙ্কস (অ্যা বিউটিফুল ডে ইন দ্য নেইবারহুড), অ্যান্থনি হপকিন্স (দ্য টু পোপস), আল পাচিনো (দ্য আইরিশম্যান), জো পেস্কি (দ্য আইরিশম্যান), ব্র্যাড পিট (ওয়ান্স আপন অ্যা টাইম ইনহলিউড)।

চলচ্চিত্র পরিচালক : স্যাম মেন্ডেস (নাইনটিন সেভেন্টিন), মার্টিন স্করসেজি (দ্য আইরিশম্যান), টড ফিলিপস (জোকার), কোয়েন্টিন টারান্টিনো (ওয়ান্স আপন অ্যা টাইম ইন...হলিউড), বঙ জুন-হো (প্যারাসাইট)।

চিত্রনাট্য (মৌলিক): নাইভস আউট, ম্যারেজ স্টোরি, ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড, প্যারাসাইট ও নাইনটিন সেভেন্টিন। চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): দ্য আইরিশম্যান, জোজো র্যাবিট, জোকার, লিটল ওমেন, দ্য টু পোপস। বিদেশি ভাষার চলচ্চিত্র : করপাস কৃস্টি, হানিল্যান্ড, লে মিসারেবল, পেইন অ্যান্ড গ্লোরি, প্যারাসাইট।

মৌলিক গান : জোকার, লিটল ওমেন, ম্যারিজ স্টোরি, নাইনটিন সেভেন্টিন, স্টার ওয়ারস: দ্য রাইজ অব স্কাইওয়াকার। মৌলিক সুর : আই কান্ট লেট ইউ থ্রো ইউরসেলফ অ্যাওয়ে (টয় স্টোরি ফোর),লাভ মি অ্যাগেইন (রকেটম্যান), আই এম স্ট্যান্ডিং উইথ ইউ (ব্রিথথট), ইন্টু দ্য আননোন ( ফ্রোজেন) ও স্ট্যান্ড আপ (হ্যারিয়েট)।

অ্যানিমেটেড ছবি: হাউ টু ট্রেইন ইউর ড্রাগন : দ্য হিডেন ওয়ার্ল্ড, ক্লাউস, আই লস্ট মাই বডি, টয় স্টোরি ফোর ও মিসিং লিংক। প্রামাণ্যচিত্র: আমেরিকান ফ্যাক্টরি, দ্য কেভ, দ্য এডজ অব ডেসোক্রেসি, ফর সামা, হানিল্যান্ড।
চিত্রগ্রহণ: দ্য আইরিশম্যান, জোকার, দ্য লাইটহাউস, নাইনটিন সেভেন্টিন ও ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড।

পোশাক পরিকল্পনা: দ্য আইরিশম্যান, জোজো র্যাবিট, জোকার, লিটল ওমেন, ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড। রূপ ও চুলসজ্জা : নাইনটিন সেভেন্টিন, বোম্বশেল, জোকার, জুডি, মেলাফিসেন্ট: মিসট্রেস অব এভিল। শিল্প নির্দেশনা : নাইনটিন সেভেন্টিন, দ্য আইরিশম্যান, জোজো র্যাবিট, জোকার, ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড, প্যারাসাইট।

ভিজ্যুয়াল ইফেক্টস : নাইনটিন সেভেন্টিন, অ্যাভেঞ্জার্স: এন্ডগেম, দ্য আইরিশম্যান, দ্য লায়ন কিং, স্টার ওয়ারস : দ্য রাইজ অব স্কাইওয়াকার।

সম্পাদনা : ফোর্ড ভি ফেরারি, দ্য আইরিশম্যান, জোজো র‍্যাবিট, জোকার, প্যারাসাইট।
শব্দ সম্পাদনা: ফোর্ড ভি ফেরারি, নাইনটিন সেভেন্টিন, জোকার, ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড, স্টার ওয়ারস : দ্য রাইজ অব স্কাইওয়াকার।

শব্দমিশ্রণ : অ্যাড আসট্রা, ফোর্ড ফি ফেরারি, জোকার, নাইনটিন সেভেন্টিন, ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড। স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি : ডিকেরা (ডটার), হেয়ার লাভ, কিটবুল, মেমোরেবল ও সিসটার।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : আমেরিকান ফ্যাক্টরি, দ্য কেভ, দ্য এডজ অব ডেমোক্রেসি, ফর সামা, হানিল্যান্ড। স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র : ইন দ্য অ্যাবসেন্স, লার্নিং টু স্কেটবোড ইন অ্যা ওয়ারজোন (ইফ ইউ আর অ্যা গার্ল), লাইফ ওভারটেকস মি, এসটি. লুইস সুপারম্যান, ওয়াক রান চা-চা।