অবশেষে সীতাকুণ্ডে লরি চালক হত্যাকারী মাসুদের আত্মসমর্পণ, কারাগারে প্রেরণ

নিউজ ডেস্ক ।।

অবশেষে সীতাকুণ্ডে লরি চালক হত্যাকারী মাসুদের আত্মসমর্পণ, কারাগারে প্রেরণ
অবশেষে সীতাকুণ্ডে লরি চালক হত্যাকারী মাসুদের আত্মসমর্পণ, কারাগারে প্রেরণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চালক হত্যাকারী মাসুদ সোমবার সকাল ১০টায় আদালত প্রাঙ্গনে প্রবেশ করা অবস্থায় পুলিশ আটক করেছে।

জানা যায়,স্হানীয় সাংসদ সদস্য দিদারুল আলমের মালিকানাধীন প্রাইম মুভার এর লরি চালক শাহজাহান সাজু (৪০) কে সাংসদের প্রতিষ্ঠানের ফোরম্যান মাসুদ পারভেজ গুলি করে হত্যা করার পর থেকে সে পলাতক থাকে। গত কয়েকদিন ধরে পুলিশ তাকে গ্রেফতার করার জন্য হন্য হয়ে খুঁজতে থাকে। কিন্তু তাকে না পেয়ে সাংসদের ট্রান্সপোর্ট প্রতিষ্ঠানের ম্যানেজার আসাদুজ্জামান রনিকে রবিবার থানায় নিয়ে আসে। রনির স্বীকারোক্তি মতে আদালত এলাকার চারপাশে সীতাকুণ্ড মডেল থানা ও চট্টগ্রাম ডিবি পুলিশসহ উৎপেতে থেকে সকাল ১০টায় এলাকার প্রবেশ মুখে মাসুদকে আটক করে। তাকে আদালতে তোলার পর রিমান্ডে আনবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

উল্লেখ্য গত বৃহস্পতিবার দুপুর দেড়টায় শাহজাহান সাজু গুলিতে আহত হওয়ার পর সন্ধ্যায় চমেক হাসপাতালে মারা যায়। সে ২ মেয়ে ও ১ ছেলের জনক।সে নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন পৌরসভার ১নং ওয়ার্ডের বাতলিয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

এদিকে সাজু হত্যাকারী আসামী গ্রেফতারের কথা স্বীকার করে চট্টগ্রাম ডিবি ওসি মোহাম্মদ হোসেন বলেন, তাকে সীতাকুণ্ড মডেল থানা রিমান্ডে নিয়ে হত্যার রহস্য উদঘাটন করবে। প্রাইম মুভার ট্রেইলার চালক শাহজাহান সাজুকে হত্যার প্রতিবাদে ডাকা কর্মবিরতি প্রত্যাহার করেছে চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন। সোমবার ভোর ৬টা থেকে এই কর্মবিরতি শুরু হওয়ার পর বেলা সাড়ে ১২টার দিকে কর্মসূচি প্রত্যাহার করে প্রাইম মুভার চালক ও শ্রমিকরা।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, আমরা জানতে পেরেছি চালক শাহজাহান সাজু হত্যা মামলার একমাত্র আসামী মো. মাসুদ দুপুরে আদালতে আত্মসমর্পণ করেছে এবং আদালত তার জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠায়।